
টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব ছৈয়দ হোছাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন টেকনাফ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার (২ আগস্ট) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গরবিল কবরস্থানে মরহুম ছৈয়দ হোছাইনের কবর জিয়ারত করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাবেক-বর্তমান নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন—টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন ভূলু ও জিয়াবুল হক, সংবাদকর্মী রহমত উল্লাহ পাটোয়ারী, শহীদুল্লাহ, হাবিবুল ইসলাম, ইব্রাহিম মাহমুদ ও নুরুল আলম প্রমুখ। মরহুম ছৈয়দ হোছাইন টেকনাফ সাংবাদিক সমাজের অগ্রদূত ছিলেন। তাঁর অবদান স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, “তিনি ছিলেন সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রেসক্লাবের উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।” পরিশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










