তৌহিদ, মাগুরা
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণ ও বর্তমান বাস্তবতা" শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ২ আগস্ট সকাল ১১ টায় মাগুরা রেডিয়েন্ট স্কুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক লাবনী সুলতানা। আলোচনা সভা শেষে রচনা লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ভালো ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার করছি। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষায় এদেশের ছাত্র শ্রমিক-জনতার অপরিসীম আত্মত্যাগ আর সাহসী লড়াইয়ের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছিল এদেশের জণগণ। কিন্তু এখনো পূর্বের ন্যায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি,লুটপাট সহ নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। রাষ্ট্রের ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে চলছে নানা তালবাহানা। তাই আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে একদিকে যেমন আমাদের সংগ্রামের শক্তিকে স্মরণ করা দরকার আবার একই সাথে সেই লড়াইয়ের শপথকে পুনর্বার উচ্চারণের মাধ্যমে প্রতিরোধের দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি নেওয়াও প্রয়োজন।