
ভোলায় গণতন্ত্রের দাবিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ছিল কবর জিয়ারত, স্মরণসভা, দোয়া মাহফিল ও শোক র্যালি।
সকালে শহীদ আব্দুর রহিমের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির কার্যালয়ে এক স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “আব্দুর রহিম শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না; তিনি ছিলেন সাহস, আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতীক। দেশের ভোট ও অধিকার রক্ষার সংগ্রামে তার আত্মবলিদান কখনো ভুলে যাওয়া যাবে না।”
নেতৃবৃন্দের অংশগ্রহণ
স্মরণসভায় উপস্থিত ছিলেন
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল ইসলাম
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুল করিম
সাধারণ সম্পাদক আবু তালেব
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম
ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল ইসলাম,
সহ আরও অনেক নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা অবিলম্বে আব্দুর রহিম হত্যার বিচার দাবি করেন এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শোক র্যালি ও মিলাদ মাহফিল
স্মরণসভা শেষে একটি শোক র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা কালো ব্যানার ও শহীদের ছবি বহন করেন। কর্মসূচিতে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, নিরাপত্তার দায়িত্বে ছিল স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশৃঙ্খলা ইউনিট।
শেষে শহীদের পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।