মাগুরার সন্তান ও সাংবাদিক এবং মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম বাংলা TVএর Magura Correspondent & Current Affairs হিসেবে নিয়োগ পেয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে বাংলা TV এর প্রধান কার্যালয় থেকে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
তৌহিদ ইসলাম মাগুরার সন্তান হলেও সে ছোটবেলা থেকেই ঢাকাতে বসবাস করতো। বাবার চাকরির সুবাদ সে দেশের বিভিন্ন জেলার বসবাস করছে। শিক্ষা ক্ষেত্রে সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজম্যান্ট এ অনার্স মাষ্টার'স শেষ করে চাকরি জীবনে প্রবেশ করে।
চাকরীর ক্ষেত্রে সে ব্র্যাক,একমি ফার্মা,বায়োফার্মা,এপেক্স ফার্মা ও এসিআই ফার্মাসিউটিক্যালসে কাজ করেছেন।বর্তমানে তিনি সাংবাদিক হিসেবে জাতীয় দৈনিক আমার সময়,জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ ও অন লাইন টিভি SF TVএর সহ সম্পাদক হিসেবে কাজ করছেন। এখন সে নতুন ভাবে বাংলা TV Magura Correspondent & News & Current Affairs হিসেব নিয়োগ পেলো। আশাকরি তার সাংবাদিকতায় মাগুরাবাসী উপকৃত হবে।