
মোঃ রবিউল ইসলাম
বাঘা উপজেলা প্রতিনিধি
রাজশাহী জেলার বাঘা পৌরসভা সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আক্কাস আলী ৫ আগস্টের পর এলাকা থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
ভিউ: ২০৯










