
মো. রবিউল ইসলাম: রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির একটি বিশেষ টিম।পুলিশ সূত্রে জানা গেছে, আক্কাস আলী ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে বৃহস্পতিবার সকালের অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।উল্লেখ্য, সাবেক মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে তার গ্রেফতারকে ঘিরে বাঘা এলাকাজুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তার বিরুদ্ধে চলমান তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।