আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় গঠিত হয়েছে ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’-এর উপজেলা শাখা। সম্প্রতি ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মতিউর রহমান খান মোহন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সফিউল্লাহ লিটন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হক ও সহকারী অধ্যাপক শহিদুল আলম। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মাওলানা খাদেমুল ইসলাম ও মো. মাহবুবুর রহমান। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন শফিউল আজম খান সজীব, সহকারী সম্পাদক আবুল হাসান মুকিত। দপ্তর সম্পাদক হয়েছেন প্রভাষক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, শিক্ষা সম্পাদক নাজমুল হক মণ্ডল, প্রকাশনা সম্পাদক স্বাধীন আহমেদ রাসেল এবং কালচারাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ.এম. সারোয়ার জাহান কামাল। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তালুকদার, মোজাহিদুর রহমান খান সোহেল, সৈয়দ আনোয়ার পারভেজ, মো. নাজমুল আলম সোহাগ, মো. আজিজুল হক, আব্দুর রশিদ আকন্দ, কামরুজ্জামান কমল ও হাবিবুর রহমান। ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’-এর মূল লক্ষ্য হলো জেলা ও উপজেলা ভিত্তিক একটি সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় পাঠক সমাজ গঠন করা, যারা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের চাহিদা এবং শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে লেখনী, মতামত ও নানা কার্যক্রমে অবদান রাখবে। এছাড়াও, সংগঠনটির উদ্দেশ্য হলো: প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি ও শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক প্রতিবেদন পাঠানো, প্রতিভাবান শিক্ষক-শিক্ষার্থী ও লেখকদের প্রকাশনায় সুযোগ করে দেওয়া এবং অনলাইন-অফলাইন পাঠচক্র, কর্মশালা ও সভায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নৈতিক ও ইতিবাচক পাঠক সমাজ গড়ে তোলা। শিক্ষার অগ্রযাত্রায় এ সংগঠনটি ভালুকা উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
