
জামাল উদ্দিন, কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয় শহিদুল ইসলাম (২৪), মো. আনাস (১৬) ও মো. জাকের (১৯) নামের তিনজনকে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ায় আরও দুই রোহিঙ্গা—ইমরুল কবির (২২) ও নুরুল আফছার (১৯)—কে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় জুয়াড়ি তিনজনকে এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর দুইজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাম্পে অনলাইন জুয়ার মতো অপরাধ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।










