৩০ জুলাই ২০২৫, বিকাল ৪টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেন। থানা চত্বরে পৌঁছালে একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “জনগণের সেবক হিসেবে পুলিশ সদস্যদের জনবান্ধন পুলিশিংয়ের মাধ্যমে দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।” তিনি মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, চোরাচালান দমন, নিয়মিত টহল জোরদার এবং ওয়ারেন্ট তামিলে তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেন।
বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বাড়ি মালিক-ভাড়াটিয়া তথ্য হালনাগাদে গুরুত্বারোপ করা হয়। থানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, যেমন মেসের খাবারের মান, ব্যারাকের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুলিশ সদস্যদের ছুটির বিষয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি চুয়াডাঙ্গা, ওসি মাসুদুর রহমান (পিপিএম), আলমডাঙ্গা থানা, এবং দামুড়হুদা থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।
জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পূরণে পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের এই আহ্বানকে সকল মহল থেকে ইতিবাচকভাবে দে
খা হচ্ছে।