
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা থানার উথুরা ইউনিয়নের খোলাবাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খোলাবাড়ী গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান মিন্টু (৪৫), হাতিবেড় আশ্রয়ন প্রকল্পের ইব্রাহীম ফকিরের ছেলে মোঃ আব্দুল জব্বার (৪২) এবং মর্চি গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন এবং ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, “এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভালুকা অঞ্চলে মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। মাদকবিরোধী অভিযান আমাদের চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদারভাবে অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় ভালুকা মডেল থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ-৩০/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।










