
আল আমিন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয় আজ পাঁচবিবি থানা পরিদর্শন করেন।
থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা। এরপর পাঁচবিবি থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি অপরাধ দমন ও নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি), অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং থানার পুলিশ ফোর্স










