জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার ৩
Spread the love

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের,

সুনামগঞ্জ জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মনির(২২) এজাহারনামীয় আসামী সরুপ (৩০) ও আক্তার (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার এবং এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ২৮শে জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আছকন মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৫, তারিখ- ২২ জুলাই, ২০২৫ ও জিআর নং-১৪১, তারিখ- ২২ জুলাই, ২০২৫ ইং ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর এজাহারনামীয় আসামী স্বরুপ মিয়া (৩০), জগন্নাথপুর পৌর এলাকার ইছহাকপুর গ্রাম নিবাসী মৃত গৌছ মিয়ার ছেলে জগন্নাথপুর থানার, এফআইআর নং-১৮, তারিখ- ২৮ জুলাই, ২০২৫ইং, জি আর নং-১৪৪, তারিখ- ২৮ জুলাই, ২০২৫ইং ধারা- 143/341/323/ 324/ 325/326/ 307/506(2)/114/34 The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী আক্তার মিয়া (৩০) ও জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের বর্তমানে আছিমপুর (পাইলগাঁও) গ্রাম নিবাসী মৃত মোস্তফা মিয়ার ছেলে জিআর-১০৩/২৪ (জগঃ) মামলার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ মনির হোসেন (২২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31