আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ময়মনসিংহের কেবি কলেজে অবশেষে মানবিক শাখা চালু হয়েছে। নতুন এই শাখায় শুরুতে ২০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল থেকে কলেজে মানবিক শাখার ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে কলেজ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দেয় আনন্দ-উচ্ছ্বাস।
জানা গেছে, এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অনুমতিপত্রে ৬টি শর্ত সাপেক্ষে মানবিক শাখা খোলার অনুমোদন দেওয়া হয়। গতকাল (২৯ জুলাই) ডাকযোগে কলেজ কর্তৃপক্ষ এই চিঠি হাতে পায়।
উল্লেখ্য, কেবি কলেজটি ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু থাকলেও এতদিন কলেজটিতে মানবিক শাখা চালু হয়নি। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।
কলেজের অধ্যক্ষ ড. এম আতাউর রহমান বলেন, "মানবিক শাখা না থাকায় আমরা সব সময় একটি অপূর্ণতা অনুভব করতাম। তিন মাস আগে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। সরকার মানবিক শাখা চালুর অনুমতি দিয়ে আমাদের পূর্ণতা দিয়েছে। এই শাখার চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবেন।"
বর্তমানে কলেজটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় ১,৭০০ শিক্ষার্থী রয়েছে। সেখানে পাঠদান করছেন ৩১ জন শিক্ষক। প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রয়েছেন ৭ জন কর্মকর্তা এবং ১৯ জন কর্মচারী।
অধ্যক্ষ জানান, নতুন শাখা চালুর ফলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, এবং সে অনুযায়ী শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে