অবশেষে নদী ভাঙ্গন হতে রক্ষা পেতে যাচ্ছে সাগুনী শালবন
Spread the love

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর ধার ঘেষে পীরগঞ্জ বন বিটের আওতায় বাঁশগাড়া ও সাগুনী মৌজার ১৪৯ একর এলাকাজুড়ে রয়েছে সাগুনী শালবন।। টাঙ্গন নদীর ব্রিজে দাড়িয়ে তাকালে অজস্র শালগাছের দেখা মিলবে যেন জায়গাটি অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে। বাগানের মধ্যে প্রবেশ করলে সর্বাগ্রে চোখে পড়ার মতো একটি দৃশ্য হলো ‘উইয়ের ঢিবি’। এঁটেল-দোআঁশ মাটির এই বাগনে অজস্র উই পোকা মাটি ঠেলে বিশালাকৃতির নিজেদের রাজপ্রাসাদ তৈরি করে। শীতের সময় নানান ধরনের অতিথি পাখি আসে এখানে, যাদের কল-কাকলিতে মুখরিত থাকে এই বাগানের পরিবেশ। নদীতে অসংখ্য পাখির জলকেলিতে যেন প্রকৃতির একটি চমকপ্রদ দিক ফুটে ওঠে। যা পর্যটকদের মুগ্ধ করে। পীরগঞ্জ থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে শালবনটির অবস্থান।
কিন্তু দুঃখের বিষয় হল পানির স্রোত ক্ষনে ক্ষণে ক্ষয় করছে এই শালবনের আয়ু। ভাঙ্গনের কবলে অসহায় শালবনটি এরই মধ্যে তার অখন্ড অবস্থা হারিয়ে ফেলেছে।
তবে হতাশার অন্ধকার সুড়ঙ্গে আলোর আশাও মিলেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া জানান,” চলতি অর্থ বছরে সাগুনী শালবনের ধারে টাঙ্গন নদীতে বাঁধের ব্যবস্থা করা হবে যার ‘পেপার ওয়ার্ক’ প্রক্রিয়াধীন। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসের কাজ শুরু হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31