
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেবার উদ্দেশ্যে যান স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ- তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং বর্তমানে কোন আশংকা নেই।তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তকোন্দল এবং সহিংসতা আসন্ন ঐক্যবদ্ধ্য বাংলাদেশ গঠনের অন্তরায়।যে কোন অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে কাজ করবে এক হয়ে। উক্ত বৈঠকে দুই পক্ষের সবাই দলবদ্ধ হয়ে সামনের দিনে বীর চট্টলাকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আশা ব্যক্ত করে।বিদ্যমান সিনিয়রদের বর্ষীয়ান অভিজ্ঞতা ও নতুন তরুণদের কাজের দক্ষতার মিথস্ক্রিয়ায় অনন্য এক দ্বার উন্মোচন হবে বাংলাদেশের রাজনীতিতে ইনশাআল্লাহ। নির্যাতিত বিএনপিসহ সকল রাজনৈতিক দলে আহত সাবেক সাংসদ ও বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে তার নিজ বাসভবনে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা , যুব উইং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার রিজভী শুভ, এনসিপি চট্টগ্রাম মহানগর নেতা সাহেদ ইকবাল চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, মাহতাব আহমেদ, আজিজুল হাকিম দিগন্ত, আবদুল্লাহ আল নোমান, উত্তর জেলা নেতা ফজলে রাব্বী চৌধুরী, দক্ষিন জেলা নেতা আকাশ নুর, এনসিপি শ্রমিক উইং চট্টগ্রাম মহানগর এর সংগঠক নোমান বকশি সহ আরো অনেকে। এসময় তারা আহত গোলাম আকবর খন্দকারের সার্বিক শারীরিক সুস্থতা কামনা করেন।










