
আবুল কালাম আজাদ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বন্ধুর ঘর থেকে রিয়াদ (২৫) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামের ভাটুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একই এলাকার হানিফ মিয়ার একটি ইজিবাইক চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) রিয়াদকে আটক করে স্থানীয়রা। পরে বিলপাড়ায় সোহরাব উদ্দিনের বাড়ির সামনে এক সালিশ বৈঠকে রিয়াদ অটো চুরির বিষয়টি স্বীকার করে এবং একই গ্রামের বন্ধু নাদিম মিয়াকে জড়িত বলে জানায়। ঘটনার পর সালিশকারীরা নাদিমকেও আটক করে বৈঠকে হাজির করে। কিছুক্ষণ পর নাদিমের মা ময়না বেগম এসে উভয়কে ছাড়িয়ে নিয়ে যান। ওই রাতেই রিয়াদ নাদিমের ঘরে রাত্রিযাপন করে। কিন্তু পরদিন সকালে সেই ঘরেই স্থানীয়রা রিয়াদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বাবা আব্দুল লতিফ বলেন, “আমার ছেলের সাথে আবুল হোসেন নামে একজনের বিরোধ ছিল। সে রাজমিস্ত্রির কাজ করতো, তবে নেশাগ্রস্ত ছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।” নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মুজাহিদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বন্ধুর ঘরে রাত যাপন করে পরদিন লাশ হয়ে ফিরলো রিয়াদ—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে।










