জুলাই আগস্ট-এর গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা
Spread the love

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

জুলাই আগস্ট-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনানিদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ জুলাই)রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘণ্টা ব্যাপী চলা এই চিত্রাংকন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এবং আগামী (০৭ আগষ্ট) অংশগ্রহণকারী সকলকে সৌজন্যে মূলক পুরস্কার এবং প্রথম, দ্বিতীয় তৃতীয়, চতুর্থ বিজয়ী কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকির নেতৃত্বে চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা ,রেজাউল ইসলাম বাবুল,মিজান, আসগার আলী।যুবনেতা, রবিউল ইসলাম,মনিরুল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, রাকিব,নাফিস,প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানাই, এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধার প্রতিভা ঘটাতে পেরেছি, এরকম প্রতিযোগিতা সামনে আমরা আরো চাই, প্রতিযোগীতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা।

শিক্ষকেরা ও এই ধরনের মেধা সম্পন্ন প্রতিযোগিতার আয়োজনদের ধন্যবাদ জানান

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31