ফরাস উদ্দিন:বাংলাদেশ সেনাবাহিনীকে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় জিয়া সাংস্কৃতিক সংঠন (জিসাস) হবিগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা চাঁদ সুলতানা চৌধুরী শাবানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ জুলাই রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি সেনাবাহিনীকে “বাটপার” বলে উল্লেখ করে একটি পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
পরদিন, ২৮ জুলাই জিসাস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদ সুলতানাকে বহিষ্কারের ঘোষণা দেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সেনাবাহিনী আমাদের দেশের অহংকার ও গর্ব। চাঁদ সুলতানা চৌধুরী কে আজ থেকে তার সঙ্গে জিসাস হবিগঞ্জ জেলা শাখার কোনো সম্পর্ক নেই। কেউ কোনো অন্যায় করলে তার দায় সংগঠন নেবে না।”
এ বিষয়ে হবিগঞ্জ জেলা জিসাস সভাপতি বলেন, “চাঁদ সুলতানার মন্তব্যে আমরা অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ। সেনাবাহিনীকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার অতীতেও বিতর্কিত আচরণ ছিল—তিনি আগে ও সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েও স্ট্যাটাস দিয়েছেন। এবারের ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তাকে বহিষ্কার করা ছাড়া বিকল্প ছিল না।”
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকেও নিন্দা জানানো হয়। অনেকে এটিকে রাষ্ট্রবিরোধী মনোভাবের প্রকাশ বলে মন্তব্য করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
সচেতন নাগরিকদের মতে, কেউ যদি দেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে এমন কটূক্তি করে, তা রাষ্ট্রীয় সম্মান ও নিরাপত্তার ওপর আঘাত। এমন আচরণের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা উচিত।
বহিষ্কার ঘোষণার পর এলাকায় কিছুটা শান্ত পরিবেশ ফিরে এলেও বিষয়টি এখনো সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।