আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না”—এই দৃঢ় বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, সংগঠনকে শুদ্ধভাবে গড়ে তুলতে ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে হবে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন। উৎসুক জনতা নিয়ে নয়, আদর্শ ও শৃঙ্খলার ভিত্তিতে সংগঠন শক্তিশালী করতে হবে।”
পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেটি ঘরের ভেতর থেকেই শুরু হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করে আমরা এনসিপি গঠনের ঘোষণা দিয়েছিলাম, যাতে একটি আদর্শিক দল তৈরি করা যায়।”
এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে আয়োজিত এনসিপির পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর জনস্রোতে মুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও ছাত্রজনতা নগরীর কেন্দ্রস্থলে এসে জড়ো হন। বিকেলে এক উৎসবমুখর পরিবেশে হোটেল মোস্তাফিজ থেকে কেন্দ্রীয় নেতারা মিছিল সহকারে টাউন হলে এসে পথসভায় যোগ দেন।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। নেতারা দেশব্যাপী সাংগঠনিক শুদ্ধি অভিযান ও আগামী নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন।
এনসিপির এ পদযাত্রা ও পথসভা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা