
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জাল টাকাসহ সোহেল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৭ জুলাই ২০২৫) রাতে ভালুকা উপজেলার কাচিনা বাজারে সোহেল মিয়া একটি দোকানে ক্রয়-বিকয়ের সময় দোকানিকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। দোকানি টাকাটি হাতে নিয়ে সন্দেহ হলে পরীক্ষা করে বুঝতে পারেন, এটি জাল। তখন টাকা ফিরিয়ে দিতে বললে সোহেল জানান, তার কাছে আর কোনো টাকা নেই।
পরবর্তীতে বাজারের লোকজন সোহেলকে আটক করে তার দেহ তল্লাশি করে আরও ১১টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে, যার মোট মূল্য ১১ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে বিষয়টি ভালুকা মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায় এবং জব্দ করা জাল নোটগুলো আলামত হিসেবে গ্রহণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “সোহেল মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। জাল টাকার উৎস সম্পর্কে তদন্ত চলছে।”
স্থানীয়দের অভিযোগ, কাচিনা বাজারসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে জাল টাকার প্রচলনের গুঞ্জন রয়েছে। এ ঘটনার পর বাজার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে










