
ঢাকা, ২৮ জুলাই ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন করেছে সরকার, যা প্রাথমিক শিক্ষাখাতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।
সরকারের এই সিদ্ধান্তটি এসেছে সর্বোচ্চ আদালতের ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনের আলোকে, যেখানে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার আদেশ দেওয়া হয়। সেই আদেশের ভিত্তিতে সরকার এখন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের বেতন ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে।
এই উদ্যোগ দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করবে। ফলে তাঁরা আরও সৃজনশীলভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে শিক্ষক সমাজের প্রতি দায়বদ্ধতা ও শ্রদ্ধার প্রকাশ। পাশাপাশি সরকারের প্রত্যাশা, প্রধান শিক্ষকগণ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের সহযোগিতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, মানসম্মত ও আধুনিক করে তুলবেন।
ছবি প্রজ্ঞাপন জারি 










