

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল। তার পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার কবরস্থানে যান বিমানবাহিনীর ৩০ সদস্যের দল। তারা মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি মাসুমার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উইং কমান্ডার সরোয়ার জাহান জানান,
“এ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
শুধু আনুষ্ঠানিকতা নয়, সহানুভূতির অংশ হিসেবে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় মাসুমার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলও আয়োজন করা হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতারা এবং সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের প্রতিনিধিরাও পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত সপ্তাহে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অফিস সহকারী মাসুমা বেগম মারাত্মক দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান।
রবিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়