চাঁপাইনবাবগঞ্জ, ২৮ জুলাই ২০২৫:
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরব অবস্থান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “আগামীতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনগণ বর্জন করবে।” তিনি আরো বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে, তা দেখে জনগণ বুঝে গেছে, ক্ষমতায় গেলে তারা আর কত ভয়াবহ হতে পারে।”
সোমবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে শ্রমিকদের মাঝে গবাদি পশু (ছাগল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে আমরা একটি আধুনিক, ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং রাষ্ট্রীয় সুবিধা দলীয় বিবেচনায় নয়, নাগরিক অধিকার অনুযায়ী বিতরণ করা হবে।
তিনি বলেন, “৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়। জনগণ জেগে উঠেছে। আর কোনো খুনি, ধর্ষক, দুর্নীতিবাজের হাতে বাংলাদেশ তুলে দেবে না।”
নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন, “কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ মেনে নেবে না। জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায়, তবে তার আগে প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার বিচার। তা না হলে শুধু নির্বাচনের মাধ্যমে আবার ফ্যাসিবাদ কায়েম হবে।”
তিনি দাবি করেন, “নির্বাচনের তারিখ ঘোষণার একমাত্র ক্ষমতা নির্বাচন কমিশনের, প্রধান উপদেষ্টার নয়। তাই দু’একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যেসব মন্তব্য করছে, সেগুলো বিভ্রান্তিকর।”
তিনি আরো বলেন, “প্রয়োজনে আবারও জুলাই মাসের গণজাগরণ ফিরে আসবে, কিন্তু ছাত্র-জনতার স্বপ্নকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।” সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফরহাদ আহমেদ সায়িম।
উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম এবং মহারাজপুর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম। সভা শেষে প্রধান অতিথি শ্রমিকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন।