
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। ২৮ জুলাই সোমবার বেলা ১২ টায় দলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বিবরণী জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন গণঅধিকার পরিষদে উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ও উচ্চতর পরিষদ সদস্য মাহবুব জনি। প্রধান নির্বাচন কমিশনার এই আয়ব্যয় বিবরণী হিসাব গ্রহণ করেন।
আয়ব্যয় বিবরণীতে উল্লেখ করা হয়। ।
প্রারম্ভিক জের =৫০০০/-
সংশ্লিষ্ট বছরের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত হয় =৪৬০৪৩০০/-
সংশ্লিষ্ট বছরে বিভিন্ন খাতে ব্যয়- ৪৫৯৬০৮৮/-
সর্বমোট আয় -৪৬০৯৩০০/-
সর্বমোট ব্যয় – ৪৫৯৬০৮৮/-
সমাপনী স্থিতি : ১৩২১২/
ভিউ: ১৭৪










