
আবুল কালাম আজাদ : জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ ইকবালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক সাধারণ মানুষ রক্তদান করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।










