
ঢাকা, ২৭ জুলাই ২০২৫: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা প্রদানে এগিয়ে আসা আন্তর্জাতিক মেডিকেল দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।রবিবার স্টেট গেস্ট হাউস যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।অধ্যাপক ইউনূস বলেন, “এই দলগুলো শুধু তাদের পেশাগত দক্ষতা নয়, বরং হৃদয়ের উষ্ণতা নিয়েই এসেছেন। তাদের এই সহযোগিতা আমাদের মানবতার বন্ধন এবং বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।”তিনি জাতীয় সংকটের সময়ে দ্রুত আন্তর্জাতিক সাড়া ও স্বাস্থ্য সহায়তার জন্য মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, “তাদের উপস্থিতি এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।” প্রধান উপদেষ্টা আরও বলেন, স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করে এই মেডিকেল দল আহতদের জরুরি চিকিৎসা ও ট্রমা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বিশেষ করে যাদের মধ্যে অনেকেই শিশু।তিনি এ সময় দ্রুত কূটনৈতিক সমন্বয় এবং প্রশাসনিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, এতে করে মেডিকেল টিমগুলো সময়ক্ষেপণ ছাড়াই কার্যক্রম শুরু করতে পেরেছে। পাশাপাশি, চিকিৎসকদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও বাংলাদেশ ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে টেকসই চিকিৎসা সহযোগিতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, এবং জনস্বাস্থ্য খাতে উদ্ভাবনী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, “এই দুঃসময়ে চিকিৎসক ও নার্সরা যে মানবিকতা দেখিয়েছেন, তা কখনও ভোলার নয়। আমরা কৃতজ্ঞ।”স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, “বিদেশি চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে অনেক মূল্যবান প্রাণ রক্ষা পেয়েছে।”সভায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “আবার প্রমাণিত হলো, চিকিৎসার কোনও সীমানা নেই।”সাক্ষাৎকালে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন ও ভারতের ৩ জন চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও সিঙ্গাপুর মিশনের প্রধানও অংশ নেন।










