ঢাকা, ২৭ জুলাই ২০২৫ (রবিবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, বিরোধী দলগুলোর ঐক্য এবং চলমান আন্দোলন-সংগ্রামের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দুই দলের নেতৃবৃন্দ আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। বৈঠক শেষে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও যৌথ কর্মসূচির বিষয়ে অগ্রগতি হচ্ছে।