
আলমডাঙ্গার নারায়ণপুরে চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্রের মুখে জোরপূর্বক রোপণকৃত ধানের জমি দখল করার লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেছেন ঘোষবিলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে নুর আহাম্মদ হান্নান। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে ২১ শে জুলাই সোমবার বেলা ৯ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত আঃ হামিদের ছেলে খোন্দকার খুরশীদ হাসান(৫২),খোন্দকার বেনজির হাসান টুটুল(৪৫) ও বানিনাথপুরের আলী হোসেনের ছেলে মোঃ লালন(৪৫) গং দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে জোরপূর্বক রোপণকৃত ধানের জমি দখল করে পূনরায় উক্ত গং ২২ শে জুলাই বাদীর রোপনকৃত ৩০ শতাংশ জমির ধান ধ্বংস বা নষ্ট করে বিবাদী গং ধান রোপণ করে। জমির তপশীল পরিচয় হলো ১০৬ নং নারায়নপুর মৌজার এস.এ ৭৮,দাগ নং ৪২৩/৪৭১ ৩৯ শতাংশ ও আর.এস ৩১ দাগ নং ৪৫১/ ৪৯৯ ৩০ শতাংশ মোট. ৬৯ শতাংশ জমির উপর চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতে দেং-১১০/২৫ মামলা চলমান রয়েছে। যাহার পরিপ্রেক্ষিতে অত্র আদালত হতে আসাীগনের বিরুদ্ধে ৪ জুন’২৫ ইনজাংশন জারি করা সত্বেও জোরপূর্বক জমিতে প্রবেশ করে বাদীকে মারধর ও খুন করার জন্য উদ্যত্ব হলে জীবন রক্ষা করতে ও প্রাণের ভয়ে বাদী ও বর্গাচাষি চলে যায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করাতে বিবাদীগণ বাদীকে প্রাণ নাশের হুমকি দিয়ে অব্যাহত রেখেছে। বিষয় টি সম্পর্কে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।জামজামি ক্যাম্পের দায়িত্বে থাকা আইসিকে তদন্তের ব্যবস্থার কথা বলা হয়েছে।










