
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি অভিযানে চোরাই ছাগল, ইজিবাইক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ জুলাই বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের রাকিব হোসেনের একটি পালিত কালো কাসি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল কয়েকজন। স্থানীয়রা ছাগল চুরি করতে দেখে দৌড়ে ধাওয়া করে দাসপাড়া মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তিনজনকে ধরে ফেলে। ধৃতরা হলো—নতুন ভান্ডারদহ গ্রামের মৃত রাহাত আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিলন হোসেনের ছেলে সজিব হাসান (২০) এবং সুমিরদিয়া রেলপাড়া গ্রামের ইছানুর হকের ছেলে হাসান ইসলাম (২০)। এসময় তাদের কাছ থেকে চোরাই ছাগল ও চুরি কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। খবর পেয়ে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আটক আসামি ও জব্দ আলামত থানায় নিয়ে আসেন। একই দিনে রাত ৯টা ১৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাউসপুর ব্রীজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২টি এ্যাম্পুল Buprenorphine Injection I.P 2ml সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলো—আনন্দধাম গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল (৩২) এবং বেলগাছি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫৫)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইনজেকশন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে কেউ পার পাবে না। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশের এসব সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










