
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে “জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)-এর আয়োজনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন। সভাপতিত্ব করেন বিজেএসএ’র সভাপতি ও খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আমিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বিজেএসএ’র মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, গাজীপুর মহানগরের দায়রা জজ শাহরিয়ার কবীর, নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান, শেরপুরের জহিরুল কবির, জামালপুরের রফিকুল ইসলাম ও কিশোরগঞ্জের নূরুল আমীন বিপ্লবসহ বিচারকবৃন্দ।
বক্তারা বলেন, ২০২৪ সালের “জুলাই গণঅভ্যুত্থান” কেবল রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করতে অবিলম্বে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবি জানান বক্তারা।
তাঁরা বলেন, সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হলেও প্রশাসনিক ও আর্থিক দিক থেকে এখনো নির্ভরশীল। ১৯৯৫ সালের মাসদার হোসেন মামলার রায় ও ২০০৭ সালে বিচার বিভাগ আলাদা হওয়ার পরও কাঙ্ক্ষিত কাঠামো গড়ে ওঠেনি।
সভায় আরও বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যে ‘বিচার বিভাগ সংস্কার রোডম্যাপ’ প্রণয়ন করেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে বিচার বিভাগে স্বচ্ছতা, দক্ষতা এবং জনআস্থা বৃদ্ধি সম্ভব।
বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একটি স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠন করবে, যা জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে










