সততা, পরিশ্রম ও স্বপ্নেই গড়ে উঠবে জাতির ভবিষ্যৎ: আইজিপি বাহারুল আলম
Spread the love

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ২৬ জুলাই: “সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে”—বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম আজ এ কথা বলেন।

 

শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ বার্তা দেন। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিনিস্ট্রেশন) আবু নাছের মোঃ খালেদ, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন।

আইজিপি বলেন, “জীবন সবসময় সোজা পথে চলে না। ব্যর্থতা এলে ভেঙে না পড়ে বরং তা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। তোমাদের অদম্য মেধা একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।”

 

তিনি আরও বলেন, “আমরা চাই এই কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হয়ে গড়ে উঠুক। তাদের হাতেই গড়ে উঠুক আগামী দিনের বাংলাদেশ।”

 

অভিভাবকদের অবদানের কথা তুলে ধরে আইজিপি বলেন, “পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় থেকেও আপনারা সন্তানদের গড়ে তুলেছেন আলোকিত মানুষ হিসেবে। এটি একটি নীরব বিপ্লব, যা গর্ব করার মতো।”

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শাহাজাদা মোঃ আসাদুজ্জামান এবং ডিএমপির কনস্টেবল মোঃ হযরত আলী। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মোঃ নওরোজ ইসলাম যুবরাজ (এসএসসি) এবং ইয়ানা আঞ্জুম (এইচএসসি) অনুভূতি ব্যক্ত করেন।

 

প্রথমেই এক মিনিট নীরবতা পালন করা হয় ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের স্মরণে।

 

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩৬ জন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫৩ জনসহ মোট ৮৯৩ জন শিক্ষার্থীকে পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ঢাকায় কেন্দ্রীয়ভাবে ২৯৮ জনকে এবং অন্যান্য ইউনিটে বাকি শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের এই মেধাবৃত্তি কার্যক্রম ভবিষ্যতের জন্য একটি প্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31