মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ "কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদ সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনসহ স্থানীয় বাসিন্দারা ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে সমুদ্র সৈকত ভয়াবহ ভাঙনের মেরিন ড্রাইভ সড়ক, সরদার মার্কেট, টুরিস্ট পুলিশ বক্স এর কিছু অংশ সহ সৈকতের বিভিন্ন অংশ ভাঙ্গনের কবলে পড়েছে
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহত ভাঙনে কুয়াকাটা সমুদ্রসৈকতের সৌন্দর্য এবং পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৈকতের বিস্তীর্ণ কিছু অংশ ইতোমধ্যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পর্যটকদের আগ্রহও দিন দিন হ্রাস পাচ্ছে, যা এ অঞ্চলের পর্যটননির্ভর অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা অবিলম্বে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ একে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব