আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের জামতলা মাঠে ফুটবল খেলা চলাকালে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামতলা বয়েস ক্লাব বনাম কেএসসি বয়েস ক্লাবের ম্যাচে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আনন্দ মোহন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ফাহিম (২২) এবং মিলন হাসান (২৭)। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় জামতলা বয়েস ক্লাবের এক খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ফাউল করলে রেফারি ফাউলের সিদ্ধান্ত দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি জামতলা দলের খেলোয়াড়রা। একপর্যায়ে তারা কেএসসি দলের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষে রূপ নিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে দুইজন গুরুতর আহত হন এবং খেলাটি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, “ঘটনার পর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, মাঠে নিয়মিত খেলাধুলা হলেও এমন সহিংসতার ঘটনায় এলাকার খেলাধুলার পরিবেশ প্রশ্নের মুখে পড়েছে