আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ’ স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো এক অনন্য শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় নগরীর টাউন হল এলাকার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক গোলাম মোস্তফা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই জাতির সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ইমাম।
সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শেদ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী এবং সমাজসেবকরা অংশগ্রহণ করেন। লাখো কণ্ঠে সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়