
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে চিৎলা ও চিৎলা পালপাড়া এলাকার ছয়জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—চিৎলা গ্রামের মৃত শাহাদত মণ্ডলের ছেলে জিনারুল ইসলাম, তার ছেলে হাশর আলী এবং মৃত শাহাদত মণ্ডলের আরেক ছেলে ইকরামুল হোসেন। একই এলাকার চিৎলা পালপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে বুধাই মণ্ডলের ছেলে শাহাজামাল, তার ছেলে জনি এবং স্ত্রী মালা খাতুনকে।তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় মারধর, হামলা, নারী লাঞ্ছনা, হত্যাচেষ্টা, হুমকি-ধামকি ও অনধিকার প্রবেশসহ ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ রয়েছে।
আটকের পর তাদের চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি, যাতে কোনো অপরাধী ধরা ছোঁয়ার বাইরে না থাকে।”










