চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, জামজামী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আলম শাহ, সভাপতি জামজামী ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশ আহমেদ, সাধারণ সম্পাদক জামজামী ইউনিয়ন বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন, আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাহাবুবুল আলম, সদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কাজী আবুল হাসনাত শাফি, আহ্বায়ক আলমডাঙ্গা উপজেলা ওলামা দল। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ ও জামজামী ইউনিয়নের শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ওলামা দলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। সমাবেশ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, জামজামী ইউনিয়ন শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোঃ তোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং ইমরান হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ওমর আলীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।