আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক দুটি সফল অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৩ গ্রাম হেরোইন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ পিস ইয়াবা। অভিযান-১: জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ৯টা ১৫ মিনিটে মুক্তাগাছা থানার কালিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হালিমা সাফিয়া মহিলা মাদ্রাসার সামনে পাকা রাস্তার পাশ থেকে ২৩ গ্রাম হেরোইন ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও মোখলেস (৩২) কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। অভিযান-২: একই দিনে সকাল ১০টায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে গৌরীপুর উপজেলার বালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদের মুদি দোকানের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নূরুজ্জামাল (২৬), মোঃ অনিক (২২) ও মোঃ মেহেদী হাসান জসিম (৩০)। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে মুক্তাগাছা ও গৌরীপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।