গত ২১ জুলাই ঢাকার উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী, শিক্ষক ও পাইলটসহ একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু এবং আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করেছে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব। এই শোকাবহ ঘটনার স্মরণে বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আসর আলমডাঙ্গা উপজেলার লায়লা কনভেনশন হলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর জামিয়া মসজিদের খতিব মাওলানা ওমর কাজী। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মুনাজাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ নাহিদ হাসান। দোয়া মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ ডঃ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহেল হুদা, সাংগঠনিক সম্পাদক এম সনজু আহমেদ, যুগ্ম সম্পাদক তানজিত সোহেল হিরো, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকরামুল হক, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়া শরীফ, কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম বাবু ও সালাউদ্দিন মুক্তার।এছাড়া প্রেসক্লাব সদস্য আল-আমিন হোসেন পরশ, রাশেদুজ্জামান রাজিব, সাইদুল ইসলাম, ডাঃ আব্দুল আল মামুন, শেখ মইদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার শান্তি কামনা করেন এবং যারা এখনও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।