কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি পদ শূন্য, জনভোগান্তি চরমে
Spread the love
 মোঃ জাকারিয়া হোসেন  : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে ৩২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে গত চার মাস ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় সেখানকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অফিসগুলোতে মোট ৫৬টি পদ মঞ্জুরীকৃত আছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত), সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (২ জন), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (৬ জন), ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (৪ জন), প্রসেস সার্ভেয়ার (২ জন, যার মধ্যে ১ জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত), অফিস সহায়ক (১০ জন, যার মধ্যে ১ জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) ও চেইনম্যান (২ জন)-এর পদগুলো শূন্য রয়েছে। বর্তমানে ৫৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৪ জন। অপরদিকে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্থলে আছেন মাত্র ৪ জন। গত ৪ মাস ধরে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ থাকায় স্থানীয় লোকজন খাজনা ও খারিজ করতে না পারায় জমিজমাসহ নানা কাজে বিপাকে পড়ছেন। চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সামছুল হক ও রশিদুল ইসলাম জানান, জরুরি প্রয়োজনে তাঁদের জমি বিক্রি করা দরকার। কিন্তু খারিজের জন্য গত তিন মাস ধরে ঘুরলেও তহশীলদার না থাকায় তাঁরা জমি খারিজ করতে পারছেন না। চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, তহশীলদার না থাকায় এলাকার জনগণ চরম ভোগান্তিতে পড়েছে, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, শূন্যপদে পদায়ন করার ক্ষমতা তাঁর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31