
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) এস.এম নিয়ামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। অভিযানকালে ভেদামারি গ্রামের মৃত গোলাম রহমান ও মৃত হাসিনা খাতুনের ছেলে, ১১নং নাগদাহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন (৬৬)–কে গ্রেফতার করা হয়। তিনি একটি নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভিউ: ৫৬৬










