
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হাকিমপুর গ্রামের রিপন আলী, ভালাইপুর মাঠপাড়ার ফারুক হোসেন, বলেশ্বরপুরের জামিরুল ইসলাম, বক্সীপুর গ্রামের সুজন আলী, রাধিকাগঞ্জের সোহেল মিনহাজ, গোবিন্দপুর মন্ডলপাড়ার কুলছুম খাতুন, ভাংবাড়ীয়ার চম্পা খাতুন এবং ভেদামারি গ্রামের মিনহাজ উদ্দিন।আটককৃতদের বিরুদ্ধে চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দাঙ্গা, বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ একাধিক আইনে মামলা রয়েছে। অভিযানের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান পিপিএম বলেন, “সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।










