সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা সফল করতে সংবাদ সম্মেলন
Spread the love

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সফল করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুনামগঞ্জ জেলা এনসিপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।”

তিনি জানান, পদযাত্রায় অংশগ্রহণ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম জানান, “আমরা ইতোমধ্যে জেলার ১২টি উপজেলায় প্রচার চালিয়েছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেবে। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছে। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে আমরা বিশেষভাবে সতর্ক থাকবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীনসহ আরও অনেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31