
মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার জোতবাজারে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের অন্তত পাঁচটি দোকানে তালা ভেঙ্গে ও ঘরের টিন কেটে চোরেরা মালামাল ও নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোরেরা বাজারের স্বর্ণের দোকান, মোবাইল সার্ভিসিং সেন্টার, ফার্মেসি, বিকাশ এজেন্ট পয়েন্ট এবং ডেন্টাল চেম্বারে হানা দেয়। তারা দোকানের তালা ভেঙে এবং পেছনের টিন কেটে ভেতরে ঢুকে মালামাল ও টাকা নিয়ে যায়। এমনকি কিছু দোকান থেকে সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে।
ভুক্তভোগী দোকানদার আশরাফুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি চারপাশে মানুষের ভিড়। পরে আমি আমার দোকান খুলে দেখি আমার দোকানেও চুরি হয়েছে। চোরেরা পেছনের দিক দিয়ে টিন কেটে দোকানে ঢুকেছে। এবং শরিফ আহমেদ বলেন আমি সর্বপ্রথম বাজারে আছি এবং দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমোলো অবস্থায় পরে দেখি আমার দোকানও চুরি হয়েছে।এ ঘটনার পর বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মান্দা থানার (তদন্ত) কর্মকর্তা আব্দুল গনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে।










