ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও পাইলটসহ বহু মানুষ হতাহত হন। এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ভোলা জেলা জামায়াতে ইসলামী এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
সোমবার (২২ জুলাই) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।
উপস্থিত বিশিষ্টজনরা:
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন—
অধ্যাপক আমির হোসেন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল
ইসমাইল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মাওলানা জাকির হোসাইন, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি
হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি
মাওলানা কামাল হোসাইন, ভোলা সদর উপজেলা আমির
মাওলানা জামাল উদ্দিন, ভোলা পৌর আমির
মো. রুহুল আমিন, পৌর নায়েবে আমির
অধ্যক্ষ মীর শরীফ, চরফ্যাশন উপজেলা আমির
মাওলানা আব্দুল হক, লালমোহন উপজেলা আমির
মাওলানা হাসান তারিখ হাওলাদার, দৌলতখান উপজেলা আমির
অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা আমির
প্রধান অতিথির বক্তব্যে
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন— “এমন হৃদয়বিদারক দুর্ঘটনা কেবল রাজধানী নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। নিহতদের জন্য আমরা জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।”
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সারা দেশের জেলা ও উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায়:
৫০ লক্ষ টাকার বিশেষ অনুদান
২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বার্ন ইউনিট টিম গঠন
ইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালগুলোর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় তিনি রাষ্ট্র ও সমাজের ধনী ও সহানুভূতিশীল মানুষদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ মোনাজাত:
দোয়া মাহফিল শেষে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারের ধৈর্য ও সাহস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন।