বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সোমবার( ২১ জুলাই) বিকালে কর্নেল আবু তাহের দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। সভার শুরুতে শহীদ কর্নেল আবু তাহেরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহত স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এমরান বলেন, শহীদ কর্নেল তাহের ছিলেন আপোষহীন নেতা, তাঁর নীতি আদর্শের প্রতি অবিচল থেকে অন্যায়ের কাছে মাথা নত করেননি বিধায় তদানিন্তন শাসকগোষ্টী কর্নেল তাহেরকে প্রহসন মূলক বিচারের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আজ সময় এসয় এসেছে কর্নেল তাহেরের লালিত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাসদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শোষনমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখার। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশে যে অস্থিতিশীল পরিবেশ ও আইন শৃংখলার অবনতির চিত্র দেখা যাচ্ছে তা থেকে উত্তরণে অতিসত্বর জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাবেন শেখ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু , সদস্য হায়দার আলী, বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আনছার আলী মিঠুন, সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র রায় প্রমূখ।