
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মালিথাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।রবিবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল বেলগাছি মালিথাপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করে। আটক যুবকের পিতার নাম মোঃ চান্দালী। তার নাম মোঃ জুয়েল রানা (৩০)। তার বাড়ি বেলগাছি বাজারপাড়া গ্রামে। আটকের সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম বলেন— “মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়ঙ্কর বিপদ। তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মরণনেশা। আমরা আলমডাঙ্গা থানা পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বেলগাছি এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ আটককৃত আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”










