আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী আশরাফ আলী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার আব্দুল মোতালেব ও আব্দুল হাই হীরা, মির্জাপুর পশ্চিমপাড়ার মোঃ সোহেল, মির্জাপুর মধ্যপাড়ার ফরিদ, মুক্তাগাছার কুমারগাথার আব্দুছ সালাম এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের রমজান আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০২ সালের ১৯ জুলাই ধান-চালের ব্যবসায়ী আশরাফ আলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হওয়ায় অবশিষ্ট ছয় জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দীর্ঘ ২৩ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।