পঞ্চগড় প্রতিনিধি: জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় উত্তেরর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ।
মাহফিলে বক্তারা বলেন, "জুলাই-আগস্টে রাজনৈতিক আন্দোলনে যেসব শহিদ প্রাণ দিয়েছেন, তাঁরা দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের স্মরণে আমাদের এই আয়োজন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।"
বক্তারা আরও বলেন, "ছাত্রদল সব সময় জনগণের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের রাজপথের আন্দোলন শহিদদের রক্তের ঋণ শোধ করতেই হবে।"
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়