আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর ডিগ্রি কলেজ আয়োজিত এসএসসি / সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টার সময় জীবন নগর কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব, মোঃ আল আমীন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমাদের কে একজন সৎও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এবং দেশ ও দেশের কল্যাণ ভবিষ্যতে তোমাদেরকেই কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাফফর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক, আমিনুল ইসলাম (তারিক)।