সাগর আহমেদ জজ,
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোবারক ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিরিভিটা গ্রামের বাসিন্দা মরহুম মোবারক ইসলাম তাঁর দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা এবং সামাজিক নেতৃত্বের মাধ্যমে এলাকায় বিশেষ সম্মান অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বেলা ১১টায় তাঁর নিজ গ্রামের হিরিভিটা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে